কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্চ থানা পুলিশের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটক মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র সজীব হোসেন (১৭)। পুলিশ সূত্রে জানাগেছে গতকাল বেলা ১১টায় কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে তাকে আটক করে। তাকে বিজ্ঞ আদালতের কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি মো: শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ৩০শে জানুয়ারি কালিগঞ্জ এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় তার পিতা দায়ের করা মামলায় তাকে পুলিশ আটক করে।