কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা জামে মসজিদের স¤প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে কালিগঞ্জ থানার ওসি ও থানা মসজিদের সভাপতি মোহাম্মদ হালিমুর রহমান বাবু ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও থানা মসজিদ (ভারপ্রাপ্ত) সেক্রেটারী শেখ সাইফুল বারী সফু মসজিদ কমিটির দপ্তর সম্পাদক শেখ আয়ূব আলী, সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, শেখ মোস্তফা মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহ-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, মসজিদের মুয়াজ্জিন হাফেজ জাহারুল ইসলাম, দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। এসময় মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় মুসলী উপস্থিত ছিলেন। পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন।