শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামকৃষ্ণ ভারতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কাালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রামকৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ভারতে চিকিৎসারত অব¯’ায় মারা গেছেন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক নারায়ণ চক্রবর্তী রাজিবের বড় দাদা, কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি –রামচন্দ্র চক্রবর্তী -১৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টায় ভারতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। বৃহ্সপতিবার দুপুরে ভারত হতে তার লাশ ভোমরা ¯’ল বন্দরে এসে পেীঁছায়। তার মৃত্যুর সংবাদে পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি খান ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুর আব্দুল বিশ্বাস, গোলা আয়ুই জুলু, খান আব্দুল গফফার,সাবেক সভাপতি জি এম আব্দুল গফুর মোঃ আব্দুল লতিফ সহ সকল দলিল লেখক সমিতির সদস্য ও সহকারীগন ।সকলেই তার আত্নার শান্তি কমনা করেন। অন্যদিকে স্বর্গীয় রামচত্রবর্তী মরাদেহ ভারত থেকে কালিগঞ্জের চাঁচাই গ্রামের নিজ বাড়িতে পেীছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরনা হয়।পরে বাঁশ তলা বাজারের মহা শ্বশ্মানে তার শেষ কৃত্ব্য অনুষ্টিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com