কালিগঞ্জ ব্যুরোঃ দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের ৫ দিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অফিসের হলরুমে গতকাল সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশর। তিনি প্রশিক্ষন উদ্বোধন করেন। কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। প্রশিক্ষণ অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।