কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমীর সহযোগিতায় ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের প্রকাশনা বিষয়ক কর্মকর্তা ও যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক এমডি মনিরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, শিক্ষক হুমায়ুন কবির, ও অবসর প্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক কবি আইনুল হক, বাংলাদেশ পুস্তক প্রকাশনা সম্পাদক আনজারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি মাসুম হোসেন প্রমূখ। বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের ৬৪ টি জেলার ৬৪ টি উপজেলায় দুই দিনব্যাপী এলাকার লেখক, কবি, নাট্যকার, গীতিকার, শিল্পী, সাহিত্যিক, প্রবন্ধকার ও বই প্রকাশকদের নিয়ে এলাকার সৃজনশীল লেখকদের সমন্বয়ে সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের স্থানীয় কবি সাহিত্যিক সাংবাদিক ও সাহিত্য প্রেমিকরা উপস্থিত ছিলেন।