কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে মোঃ আজহার আলী যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল এসিল্যান্ডের নতুন কর্ম দিবসের পূর্বে নির্বাহী কর্মকর্তা কর্তৃক ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ শফিকুল ইসলাম, সি কাম ইউডি এনছার উদ্দীন শেখ, নির্বাহী কর্মকর্তার পি এ মাসুম বিলাহ্, দপ্তরী বিশ্বনাথ প্রমুখ। উলেখ্য তিনি ইতিপূর্বে দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন।