কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সাথে ফেডারেশন সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল দুপুর অফিসার্স কল্যান ক্লাবে উপজেলা নারী ফেডারেশন নেত্রী তাহেরা বেগমের সভাপতিত্বে ও উত্তরণ দেবহাটা অফিসের ম্যানেজার শফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উত্তরণের সেন্ট্রাল ম্যানেজার আলমগীর হোসেন, অপ্রতিরোধ্য প্রকল্পের (এপিসি) বিলকিস খাতুন, ইউনিয়ন ফেডারেশনের সদস্য আকলিমা খাতুন, মোশারফ হোসেন, আব্দুল কাদের প্রমুখ।