কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশশিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির । বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শেখ কামরুজ্জামান, বিশ্বজিৎ দাস, মোঃ মিজানুর রশিদ, লাভলী ইয়াসমিন। বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সপ অ্যাসিস্ট্যান্ট সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি মোঃ রুহুল কুদ্দুস খান, সহকারী শিক্ষক রায়হানুস সিদ্দিক, সহকারী শিক্ষক জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক তুহিন হুদা প্রমূখ। শতভাগ স্কুলে উপস্থিতির কারণে বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী মোঃ ফজলুর রহমান ও অষ্টম শ্রেণীর সুরাইয়া ও পরীক্ষার্থী মুক্তাকে কৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ঘোষণা করেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক খান আবুল বাশার । এ সময় স্কুলের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।