কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-গঠিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নব-গঠিত কমিটির সভাপতি শেখ নাজিমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়-এর সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘কে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য শাকির আহমেদ, অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অভিভাবক সদস্য সিদ্দিকুল ইসলাম, অভিভাবক সদস্য শেখ নাজিম উদ্দীন। সুকুমার ঘোষ, সাধারণ শিক্ষক সদস্য নিত্যনন্দ সরকার ও তপন কুমার ঘোষ, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা পারভীন ও রওশানারা খাতুন। সভা শেষে নব-গঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।