কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের “তারুণ্যের উৎসব” উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তুহিন হুদা ও সুকুমার দাশ বাচ্চু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, সংগীত, নৃত্য, একক অভিনয় ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, কাজী আল মামুন, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, কনিকা সরকার, জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।