কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের একটি টিম ৩ মে রাত ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ মোহাম্মদ শাহিন সরদার (৪৫) আসামীকে গ্রেফতার করেন। সে কৃষ্ণনগর ইউনিয়নের পালপাড়া গ্রামের মোহাম্মদ নুর ইসলাম সরদারের ছেলে। এছাড়া অন্যান্য অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামী গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীর নামে কালিগঞ্জ থানায় মাদক মামলা সহ আসামীকে জেল হাজতে সোপর্দ্দ করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি মো: মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।