কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫টি মামলার পলাতক আসামী শেষ লুৎফর রহমান জুয়েল (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামী হল মুথুরেথপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। ও নাজিমগঞ্জ বাজারের রঙধনু কসমেটিক্সের স্বত্ত্বাধিকারী। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা দৈনিক দৃষ্টিপাতকে জানান, ১৫টি মামলার পলাতক আসামী লুৎফর রহমান জুয়েল দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়েছিল। গত ১৮ মার্চ সন্ধ্যায় মোবাইলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী এলাকা থেকেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।