কালিগঞ্জ প্রতিনিধি\ মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় অফিসার্স কল্যান ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘুর্ণিঝড়সহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষকে বেশী ভালবাসেন বিধায় নিজেই এই উদ্যোগ গুলো হাতে নেন। যার মধ্যে পলী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ-২ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি যা প্রধানমন্ত্রী বিশেষ ১০ উদ্যোগ নামে পরিচিত। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারী কমিশনার (ভ‚মি) রুকোনুজ্জামান বাপ্পি, থানার নবাগত অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ৫০জন ব্যক্তি অংশগ্রহন করেন।