কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি). প্রাণিসম্পদ অধিদপ্তর,সৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রালয়ের সহযোগীতায় “প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশের সভাপতিত্বে এবং যুব উযন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।আমরা মাংস ও ডিমে স্বয়ং সম্পূর্ন হয়েছি। আমাদের খামারীদের প্রতি বেশী মনোনিবেশ করতে হবে। খামারী মালিকগন গরূ,মুরগী ,ছাগল,পল্টি,লেয়ার সহ সকল খামারকে টিকিয়ে রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে। প্রকৃত খামারী যেন সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সংকর কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন কর্মকতা অনুজ কুসার গাইন,কৃষকলীগের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক,মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,যুবলীগের আহবায়ক শেখ নাজমুল আহসান ,প্রেস ক্লাবের সাধারন সম্পদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা,খামারমালিক,উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।