কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম, জাফরুল আলম বাবু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম, আকবার কবীর, থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, চেয়ারম্যান সাফিয়া পারভীন, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা প্রমুখ। দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশফুল ইসলাম আজিজি। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর। ইফতার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ি, সুধী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।