কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ও এস.এম, গোলাম ফারুক প্রমুখ। সম্প্রতি থানায় দু‘জন সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানামূলক মামলা দায়ের হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আগামি ৭ জুলাই সাধারণ সভা করার সিদ্ধান্ত গ্রহীত হয়।