কালিগঞ্জ প্রতিনিধি\ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সদস্য আব্দুল লতিফ মোড়ল ও গাজী মিজানুর রহমান। কমিটির সদস্যরা হলেন, সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম, গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও ফরুক আহমেদ উজ্জ্বল। শপথ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ আশরাফুল ইসলাম আজিজী। অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।