কালিগঞ্জ ব্যুরো:বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় অত্র সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সিনিয়র সভা পতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী শিশির মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুরারি মোহন সরকার, উজ্জ্বল মণ্ডল, সুখদেব রায়, সুক্রিতি বসাক, রনি বিশ্বাস, দুলাল হালদার, তাপস মন্ডল, স্বপন শর্মা, বিক্রম পাত্র, মুকুল বিশ্বাস, সিদাম বিশ্বাস, ভোলানাথ সরকার, প্রকাশ দেবনাথ, রবিন সরকার ও বারোটা ইউনিয়নের হিন্দু মহাজোট ও রাজা প্রতাপ আদিত্য স্মৃতিরক্ষা পরিষদের সদস্যবৃন্। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপাল চন্দ্র সরদার।