কালিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিহ হয়েছে। উপজেলা প্রাশসনের আয়োজনে গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নেরউপর ডকুমেন্টারি আলোকচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠের মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ইউপি নাজমুল হাসান নাঈম, ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।