কৃষ্ণনগর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসানের নেতৃবৃন্দ অভিযান পরিচালনা করেন। এ সময় বালিয়াডাঙ্গা বাজারে বাংলা ফুডস এ ৩০ হাজার আল্লাহর দান মুড়ি মিলে ২ হাজার, নলতা বাজারে ছালামের ফলের দোকানে সহ কয়েক দোকানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭,৩৮,৪২ ও ৪৫ ধারা লংঘন করায় এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। পরে সচেতনতা সৃষ্টির লক্ষে পরামর্শ ও লিফলেট বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সেনিটারী ইন্সপেক্টর মো: আব্দুস সোবহান সহ পুলিশের টিম।