কাালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরঊল্লা ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন , উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নাহার জেবু, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, কালিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ হারুন, ও মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক সুধী ব্যক্তির উপস্থিত ছিলেন। দিবস দুটি উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।