কালিগঞ্জ ব্যুুরো ঃ কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩খ্রিঃ অনুষ্টিত হয়েছে।ভিটামিন “এ“ খাওয়ান ,শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা হাসপাতালের আয়োজনে গতকাল সকাল ১০টায় নলতা হাসপাতালের হল রুমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: মোঃ বুলবুল কবিরের সভাপেিত্ব এবং ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও নৌকার মনোনিত প্রার্থী প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ“লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদ মেহেদী। অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ সাইরিস সেহেরা সেতু, ইউপি সদস্য মোঃ খোকন,নলতা ইউনিয়ন আ’লীগের নেতা মোঃ তরিকুল ইসলামসিনিয়র সহ- সভাপতি নলতা ইউনিয়ন আওয়ামিলীগ, উপজেলা সেন্যেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান, শেখ কামরুল ইসলাম শেখ মশিউর রহমান প্রশান্ত সরকার, আঃ জলিল, আহাম্মদ আলীঅ শাহানা বেগম ঐঅ প্রমুখ। অনুষ্টানে জনপ্রতিনিধি, ইউনিয়ন আ“লীগ উপজেলা আ“লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইনে ৬থেকে ১১মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-থেকে ৫৯বয়সী সকল শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।