কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু উদ্বোধন। গতকাল সকাল ন’টায় কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন সহকারি প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল মঙ্গলবার দ্বিতীয় দিন সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ ও পহেলা মে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৯ টি ভোট কেন্দ্রের জন্য ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৬৫০ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ১৩০০ জন পোলিং অফিসার কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করেন খুলনা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান, রিটার্নিং অফিসার ও জেলা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী কর্মকর্তা স্কুল, কলেজ, মাদ্রাসার, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ,কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী ৮ মে বুধবার ২০২৪ কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।