স্টাফ রিপোর্টার \ কালিগঞ্জে সরকারী কোটি টাকার খাস সম্পত্তিতে মাদ্রাসার সাইনবোর্ড ঝুলিয়ে দখল করে বিক্রির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে রমিচ উদ্দিন নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ থানা সহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোদাচ্ছের রহমান। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলা সদরের শীতলপুর মৌজার ১নং খতিয়ানে প্রায় ৫০ শতক সরকারী খাস সম্পত্তি দখল করে রেখেছে রমিজ উদ্দিন। সরকারের কোন অনুমতি না নিয়ে তিনি দখলকৃত জায়গার তিনি তৈরি করেছেন নাজিমগঞ্জ ফোরকানিয়া মাদ্রাসা। তিনি অবৈধভাবে দখল টিকিয়ে রাখতে মাদ্রাসার সাইনবোর্ড ঝুলিয়েদেন। সরকারী সম্পত্তিতে মাদ্রাসা নির্মাণকালীন সময়ে স্থানীয়রা বারবার নিষেধ করলে রমিচ সহ প্রভাবশালী অজ্ঞাত নামা ৪/৫ জন তাদের চাঁদাবাজির মামলা, মারপিট ও খুন জখম করিবে বলে হুমকি-ধামকি প্রদান করে বলে অভিযোগ রয়েছে। এদিকে গত সোমবার সন্ধ্যায় মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে মাদ্রাসাটি উদ্বোধনও করা হয়েছে। সেখানে সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রভাবশালী এই চক্রটি। বাজারের বেদখল হওয়া সরকারী এই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলেন জানান স্থানিয়রা। মাদ্রাসা নির্মাণের বিষয়ে রমিচ উদ্দিন খাঁ বলেন, অন্যের নিকট থেকে সরকারী জায়গা কিনেছি। সেখানে বালু ভরাট করে আমি কিছু জায়গা বিক্রয় করেছি। তবে মাদ্রাসা তৈরি করতে প্রশাসনের কোন অনুমতি নেইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।