কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায়, গতকাল বিকাল ৫টায় কালিগঞ্জ থানা আ’লীগের কার্যালয়ে, উপজেলা যুবলীগের আয়োজনে তরুণ্যের জয়যাত্রা সমাবেশের লক্ষ্যে প্রস্তুতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু, সম্মানিত অতিথি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নাণ্টু, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।