মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলী এবং তার সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার সকাল বেলা ১১টায় মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম এম মনসুর আলীর ছোট ভাই আলহাজ্ব মো. শামছুর রহমান। কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএম আবেনূর রহমান প্রমুখ। মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, আব্দুল ওহাব, দেবব্রত কুমার মিস্ত্রী, প্রথম বর্ষের শিক্ষার্থী তিথী সরকার প্রমুখ। হামদ্ ও নাত এ রাসুল পরিবেশন করে একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া তাবাসসুম এশা। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, নাসিম সুলতানা, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন, বিলকিস আক্তার, আরেফা ফারজানা, প্রভাষক সুমা বিশ্বাস, রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, শম্পা রানী মৃধা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দদুলাল ঘোষ, তপন কুমার ঘোষ, কামরুল ইসলাম, নবতরন গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা, সঞ্জিত কুমার ঘোষসহ সকল শিক্ষক—কর্মচারি উপস্থিত ছিলেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিরীন সুলতানা অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম শ্রেণি অর্জন করায় তাকে মনসুর আলী ও বেগম রোকেয়া মনসুর বৃত্তিফান্ড থেকে তাদের কন্যা অ্যাডভোকেট মরিযম মনসুর প্রদত্ত বৃত্তির অর্থ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিএম আবেনূর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com