স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ র্যাবের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ ঘটনায় ৭’শ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট সহ ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত পরিচালনা করেন। র্যাব-৬ সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বাঁশতলা মৎস্যসেটে ও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে চিংড়ীতে অপদ্রব্য পুশ করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতেপেরে র্যাব-৬ উপজেলা প্রশাসন যৌথ ভাবে অভিযান চালিয়ে চিংড়ীতে অপদ্রব্য জেলী পুশ করা অবস্থায় ৪জন কে আটক পূর্বক ৭শ কেজি চিংড়ী জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালানা করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উক্ত জব্দ কৃত চিংড়ী বিনষ্ট ও ব্যবসায়ীদের ৬ মাসের সশ্রমকারাদন্ড প্রদান সহ ১২ নারী শ্রমিককে মুচলিকায় মুক্তিদেন। সাজাপ্রাপ্তরা ব্যবসায়ীরা হলেন আশাশুনি উপজেলার মুহিষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন গাজী ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন গাজী। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরার কম্পানি কমান্ডার ভারপ্রাপ্ত এ এসপি নাজমুল ইসলাম। সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।