মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার নলতার বে-সরকারী উন্নয়ন সংস্থা ইডা ট্রেইনিং এন্ড রিসোর্স সেন্টারে (ইটি আরসি) গতকাল বেলা সাড়ে ১১ টায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম আয়োজনে ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষন উদ্বোধন হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, ইডা (এনভায়রনমেন্ট এন্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন) এর নির্বাহী পরিচালক মো: আকতার হোসেন, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন হীরামন কুমার বিশ্বাস, সহকারি পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরা। এছাড়াও আরো উপসস্থিত ছিলেন খান মো: শাহ আলম- প্রোগ্রাম হেড, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, জেলা প্রোগ্রাম ম্যানেজার মো; কামরুল ইসলাম, আক্তারুল আলম কনস্যাল্টান্ট ইডা, প্রশিক্ষক হিসাবে ১২ দিন দায়িত্ব পালন করবেন মোস্তাফিজ কামাল ও মাহাবুবুর রহমান। প্রশিক্ষনে উপজেলার ৩৫ জন শিক্ষক ও ২ জন সুপার ভাইজার অংশগ্রহন করেন।