কালিগঞ্জ ব্যুরো ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সাঈদ মেহেদীর হাতে ক্রেস তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারিন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়েও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বােধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বােধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী,সাবেক সভাপতি খান আসাদুর রহমান,বিদ্যোৎসাহী সদস্য শেখ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক, সুধিজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ।