রফিকুল ইসলাম \ সাতক্ষীরা হতে প্রকাশিত, বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত প্রকাশক ও সম্পাদক জিএম নূর ইসলাম বলেছেন, দৃষ্টিপাত পাঠকের, কেবল মাত্র পাঠকের। সন্ত্রাস, জঙ্গীবাদ মাদক অন্যায়, অসত্য, অনিয়মের প্রতিপক্ষ, আর তাই দৃষ্টিপাতের নিজস্বতা শুধু মাত্র দৃষ্টিপাতের জন্য। মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডাবাহী নিরপেক্ষতার প্রতিমুখ দৃষ্টিপাতের প্রতিদিনের সঙ্গী তার সংবাদ কর্মিরা। এই প্রকাশনার সাংবাদিকদের ত্যাগ, নিরপেক্ষতা, সত্যসত্যা, অনুসন্ধান এবং সময়পোযোগী সংবাদ প্রেরন দৃষ্টিপাতকে করেছে অনন্য এবং আদর্শিক। দৃষ্টিপাতের সংবাদকর্মিদের ভাবমূর্তি দৃষ্টিপাতের সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত আর এজন্য আমাদেরকে আমাদের মতোই হতে হবে। তিনি গতকাল কালিগঞ্জে কর্মরত সাংবাদিক ও পরিবেশকদের সাথে মত বিনিময় কালে উপরোক্ত কথা বলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, ম্যানেজার বুলবুল আহমদ, কালিগঞ্জ প্রতিনিধি এস,এম আহমদ উলাহ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম, এসএম জাকির হোসেন ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনি। কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মজিদ, মথুরেশপুর প্রতিনিধি ফরিদুল কবির, বিষ্ণুপুর আলমগীর কবির, দক্ষিন শ্রীপুর শাহাদাৎ হোসেন, পরিবেশক রবিউল ইসলাম, ভগিরথ ঘোষ, আব্দুস সোবহান প্রমুখ।