কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ সরকারি কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল আজিজুর রহমানের সাথে ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আল—মামুন হোসেন ও সেক্রেটারী ফাহিম শাহরিয়ার মাহির নেতৃত্বে কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ হিসেবে গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান বজায় রাখা, হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ—সুবিধার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি নবনিযুক্ত প্রিন্সিপালের কাছে সহযোগিতা কামনা করেন। প্রিন্সিপাল আশ্বাস দিয়ে বলেন, “কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো এবং সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসকে ইভটিজিং ও মাদকমুক্ত রাখার পাশাপাশি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।