কালিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাড়ে ১১টায় নাজিমগঞ্জ বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুস সালাম, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মোমতাজ উদ্দিন, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি সদস্য আফছার উদ্দিন, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি শাকিল আহম্মেদ, উপজেলা যুব সংহতির সভাপতি সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি কবির হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠন ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মুহাদ্দিস আকরাম হোসাইন।