কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান যোগদান করেছেন। যোগদান পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) তাকে শুভেচ্ছা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) ইকবাল হোসেন প্রমুখ। আমিনুর রহমান ৩৩তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর পূর্বে তিনি শরিয়াতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও সাতক্ষীরায় সিআইডিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। শনিবার দুপুরে থানায় অতিরিক্ত পুলিশ সুপারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।