কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাসিক সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য গ্রাম্য ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেনন অবসরপ্রাপ্ত অধ্যাপক মনসুর আলী, শ্যামাপদ দাস, শেখ আনোয়ার হোসেন, কবি আলী সোহরাব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ভবোসিন্ধু মন্ডল, অব্দুল গফুর সরদার, আব্দুল হামিদ সরদার, জিএম, শামসুর রহমান, ডাঃ আব্দুর নূর, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় অধ্যাপক গাজী আজিজুর রহমানকে সভাপতি এবং গ্রাম্য ডাক্তার আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ—সভাপতি: অধ্যাপক মনসুর আলী ও আব্দুল গফুর সরদার, যুগ্ম সম্পাদক: বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক: আলী সোহরাব, কোষাধ্যক্ষ: অধ্যাপক শ্যামাপদ দাস, প্রচার সম্পাদক: আব্দুর রশিদ সরদার, কার্যনির্বাহী সদস্য: ইলা দেবী মল্লিক, ঠাকুর দাস কর্মকার ও মোঃ শাহজাহান। সভায় সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, সদস্যদের পরিচয়পত্র প্রদান এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে ৬০ থেকে ৭০ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়।