কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা সেকেন্দারনগর চৌমোহনী বাজারে রংধনু কমপ্লেক্সে রাউডার চোর আটক হয়েছে। জানাগেছে বুধবার (২৪ জানুয়ারি) রংধনু কমিউনিটি সেন্টারের রাউডার চুরি হয়েছিল। সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করেন রংধনু কমিউনিটি সেন্টারের সি আর ও খাতুনে জান্নাত মিম। তার এই তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের আব্দুস সালামের পুত্র মনিরুল ইসলাম কে গতকাল বিকাল ৩ টায় জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরি করা স্বীকার করেন। স্থানীয় নেতৃবৃন্দ তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।