বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধে ধস ॥ আতঙ্কে গ্রামবাসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে সীমান্ত নদী ইছামতির শুইলপুর শ্মশানঘাট নামকস্থানে ৩-নং পোল্ডারে ৩০ মিটার বেড়িবাঁধে ধ্বস নেমেছে। এখানে ফাটল দেখা দিয়েছে ২৪০ মিটার এলাকা জুড়ে। শুক্রবার দুপুরে বেড়িবাঁধে ভাঙন ও ফাটল দেখা দেওয়ায় ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুইলপুর গ্রামের কিনু গাজীর ছেলে দিনমজুর আকবর আলী গাজী জানান, বসন্তপুর খাদ্য গুদাম থেকে শুইলপুর হয়ে খানজিয়া বিজিবি ক্যাম্প পর্যন্ত ইছামতী নদীর ভাঙন কবলিত এলাকা। এ সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বোলতলা ও মাহমুদপুর। কয়েক বছর আগে থেকে ভাঙন কবলিত এলাকার পাশে নদীতে সরকারি ভাবে বালি কাটতে অনুমতি দেওয়ায় বসন্তপুর খাদ্য গুদামের পার্শ্ববর্তী এলাকা ও খানজিয়া এলাকায় নদীভাঙন দেখা দেয়। যার প্রভাবে সীমান্তবর্তী এলাকায় কমপক্ষে ২৫ থেকে ৩০ জনের কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অপর দিকে ভারতের পারে চর জেগে ওঠায় বাংলাদেশের মানচিত্র হারিয়ে হচ্ছে। ভাঙনের ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে শুইলপুর শ্মশানঘাট এলাকায় বেড়িবাঁধের ৩০ মিটার জুড়ে নদীতে ধ্বসে যায়। ধ্বসের প্রভাবে ২৪০ মিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টির কারণে এ ধস সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি হলে গভীর রাতে জোয়ার লাগলে নদীর বেড়িবাঁধ ভেঙে নলতা ইউনিয়নের দুড়দুড়িয়া, সেয়ারা, মাঘুরালী, নলতা, ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর, সাতবসু, ব্রজপাটুলি, দাদপুর, খারহাট, দমদমা, সুলতানপুর, পূর্বনারায়নপুরসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হতে পারে। শুইলপুর গ্রামের সিরাজ গাজী ও মোহাম্মদ গাজী, আকবার গাজী, আনছার আলী, জামাত আলী, মনিরুল ইসলাম, কেরাম আলী, পানাউল্লাহ গাজী, ফতেমা খাতুনসহ অনেকে অভিযোগ করে বলেন, শ্মশানঘাটের নিকটে তাদের চিংড়ি ঘের ও ফসলী জমী রয়েছে। রাতের জোয়ারের সাথে বৃষ্টি নামলে তাদেরসহ এলাকার অনেকেরই ঘের ও ফসলী ক্ষেত তলিয়ে যাবে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে তাদের। বেড়িবাঁধ ধ্বসের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে তারা বলেন, ওদের গায়ে গণ্ডারের চামড়া। গালি কেন, মারলেও তাদের কিছু যায় আসে না। ভাঙন ও ফাটল দেখা দেওয়ার ৩০ ঘন্টায়ও ধ্বস ও ফাটল প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসিদের রাত জেগে পাহারা দিতে হবে। অবস্থা বেগতিক হলে গবাদিপশু এবং পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম বলেন, শুইলপুর শ্মশানঘাট এলাকায় বেড়িবাঁধ ৬ ফুট চওড়া ছিল। ইতিমধ্যে দুই ফুটের বেশি বিলীন হয়ে গেছে। ১ ফুটের মত চওড়া বেড়িবাঁধ ২৪০ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেওয়ায় বর্তমানে বেড়িবাঁধ ৩ ফুট রয়েছে। গত বছরে এখানে ফাটল দেখা দিলে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছে। কিন্ত তারা কোন উদ্যোগ না নেওয়ায় শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টিতে বেড়িবাঁধে এ ধ্বস ও ফাটল দেখা দিয়েছে। শনিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ড- ১ এর উপ-বিভাগীয় (ভারপ্রাপ্ত) প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ড- ১ এর উপ-বিভাগীয় (ভারপ্রাপ্ত) প্রকৌশলী বলেন, বেড়িবাঁধের ভাঙ্গনের বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। কোন কিছু জানতে হলে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে শুনতে হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-১ এর কালিগঞ্জের ৩-নং পোল্ডারের দায়িত্বে থাকা সেকশান অফিসার মাসুদ রানা বলেন, গত বছর থেকে শুইলপুর শ্মশানঘাট এলাকায় ফাটল সম্পর্কে তারা সচেতন ছিলেন। দ্রুত কাজ শুরু করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শুক্রবার ৩০ মিটার লম্বা জায়গা জুড়ে দেড়ফুট করে বেড়িবাঁধে ধ্বস নামায় ও দীর্ঘ এলাকায় ফাটল দেখা দেওয়ায় বর্ষা মৌসুমে বাঁধ সংস্কারের জন্য বালি, বাঁশ ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রবিবার থেকে কাজ শুরু করবেন বলে শান্তনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com