কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ বঙ্গবন্ধু‘র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ‘লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় খানবাহাদুর আহছানউলা সেতু সংলগ্ন বঙ্গবন্ধ‘ুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের পর উপজেলা আ‘লীগ কার্যালয়ে আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক সজল মুখার্জি, প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আ‘লীগের সভাপতি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, সদস্য খান জাহিদুল ইসলাম বাবু, নয়ন দাস, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বক্তারা বলেন, পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তার আগমনের ছোঁয়ায় পূর্ণতা পায় মহান স্বাধীনতা। এসময় উপজেলা আ‘লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।