আহম্মাদ উল্যাহ বাচ্ছু \ ভারত উপমহাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকার ও প্রায়ত প্রতিমা বন্দ্যোপাধ্যায় কন্ঠের গান গেয়ে অনুষ্ঠানে আগত শ্রোতাদের মন মাতালেন কণ্ঠশিল্পী সুতপা মন্ডল। তার গান ও সুরের মূর্ছনায় বিমোহিত হয় শত শত দর্শক-শ্রোতা। এ সময় প্রতিটি গান ও সুরের সাথে তাল মিলিয়ে শ্রোতাদের করতালিতে মূখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের মাঠ। গত শনিবার রাতে উপজেলা প্রশাসন আয়োজিত সুবর্ণজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে কণ্ঠশিল্পী সুতপা মন্ডল। প্রথমে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা” গানটি পরিবেশন করে। এরপর একের পর এক গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের। আশাশুনি উপজেলার মৃনাল কান্তি মন্ডলের কন্রা সুতপা কোদন্ড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখপড়া করছে। ছোটবেলা থেকে সংগীতের প্রতি অধিক আগ্রহ থাকায় পারিবারিক ভাবে তাকে গড়ে তুলেছি। ইতিমধ্যে সে উপজেলা, জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকার, প্রতিমা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন শিল্পীদের গান পরিবেশন করে সকলের নজর কেড়েছে। ইতিমধ্যে তার কন্ঠে গাওয়া গানের অ্যালবাম বের হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা-তিন আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ আ. ফ. ম. রুহুল হক তিনি সুতপাকে পুরুস্কার প্রদান করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্প,ি অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।