কালিগঞ্জ ব্যুরোঃ জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও ঁহরপবভ, বাংলাদেশের সহযোগিতা ও অর্থায়নে কালিগঞ্জ উপজেলায় স্যাম (ঝঅগ) মডেল ইউনিট স্থাপিত হয়েছে। উপজেলার সকল গর্ভবতী মা, প্রসূতি মা ও পাঁচ বছরের নিচের সকল শিশু বিশেষ করে মারাত্মক তীব্র অপুষ্টি ও মাঝারি তীব্র অপুষ্টি শিশুদের গুণগত পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল স্টাফদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার ফলশ্র“তিতে ইতিমধ্যে এ কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফের সহযোগিতায় ২৪ ঘন্টায় অক্সিজেন সাব সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে। সরবরাহের জন্য অক্সিজেন প্লান্ট নির্মাণ ও করা হয়েছে। এটি কালিগঞ্জের জন্য একটি মাইলফলক। বিষয়গুলি সরেজমিনে পরিদর্শনের জন্য কালিগঞ্জ কমপ্লেক্সে গত সোমবার দুপুরে পরিদর্শনে আসেন ইউনিসেফ বাংলাদেশ এর রিপ্রেজেন্টেটিভ শেল্ডন ইয়েট। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার মোঃ মনজুরুল মুর্শিদ, নবাগত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মোঃ বুলবুল কবির, মোহাম্মদ কাওসার হোসেন, চিফ, ইউনিসেফ খুলনা ডাক্তার এস এম নাজমুল আহসান, হেলথ অফিসার, ইউনিসেফ খুলনা ডা. শাহনাজ বেগম, নিউট্রিশন অফিসার ইউনিসেফ খুলনা ফিল্ড অফিস ডা: মোঃ হাসান জাফরী, আবাসিক মেডিকেল অফিসার, ডা.মোহাম্মদ ইয়াসিন আলী সহ অন্যান্য মেডিকেল অফিসার বৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন মোঃ আব্দুস সোবহান। সকল অতিথিবৃন্দ কালিগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সের সকল ইউনিটগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সন্তুষ্ট প্রকাশ করেন।