কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ থানা পুলিশের হাতে ২০৫০লিটার ভেজাল মধু ও ভেজাল মধু তৈরীর বিভিন্ন সরঞ্জাম সহ ১ নারীকে আটক করা হয়েছে। কালিগঞ্জ থানার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা যায় ১৩ই জুলাই অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমানের তত্বাবধানে কালিগঞ্জ থানার ওসি মোহাম্মাদ মামুন রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানার একটি টিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালন ২০৫০ লিটার ভেজাল মধু ও ভেজাল মধু তৈরীর সরঞ্জাম সহ মোছাঃ মরিয়ম বেগম (৩২) নামে এক জন আসামীকে গ্রেফতার করে কালিগঞ্জ থানায় নিয়ে আসে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরোও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৫৩ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে। তিনি আর ও বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামীকে জেলহাজ’ তে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।