বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীর উপজেলার কৈখালি ইউনিয়নের পরানপুর স্লুইজ গেটের অদুরে মাঝ নদীতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার পরানপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র আলী হাসান (১৭)। ঘটনা সূত্রে জানাযায়, আলী হাসান ও সুজন মণ্ডল পরানপুর স্লুইজ গেটের নিকটবর্তী কালিন্দী নদীর মাঝ বরাবর নৌকায় বসে ছিপ দিয়ে মাছ ধরছিলো। পার্শ্ববর্তী মহাদেব মণ্ডলের পুত্র সুজন মণ্ডলের সঙ্গে ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তাদের পাশাপাশি পৃথক একটি নৌকায় মাছ ধরছিলেন তার বাবা রফিকুল ইসলাম।জোয়ারের স্রোতে নৌকার মধ্যে পানি ঢুকে পড়ার একপর্যায়ে আলী হাসান নৌকায় বাঁধা কাছি (দড়ি) খুলতে যায়। এ সময় কাছি তার পায়ে জড়িয়ে গেলে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়। নৌকায় থাকা সুজন মণ্ডল ভাসতে ভাসতে পার্শ্ববর্তী একটি নৌকায় উঠে জীবন বাচায়। পরবর্তীতে নিহতর বাবা রফিকুল ইসলাম ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নেতৃত্বে আলী হাসানের মরদেহ ২ ঘন্টা পর উদ্ধার করা হয়। আসর নামাজ বাদ বিকাল ৫ টায় দক্ষিণ পরানপুর জামে মসজিদ প্রাঙ্গনে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ প্রমুখ। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com