শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

কালীগঞ্জের তেলেখালি কমিউনিটি ক্লিনিক স্মার্ট ক্লিনিক হিসাবে নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকে ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর নির্দেশক্রমে কালিগঞ্জ উপজেলায় “স্মার্ট ক্লিনিক”হিসেবে তেলিখালী কমিউনিটি ক্লিনিক নির্বাচিত করা হয়েছে। তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ জানান, গত জুন মাসে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মিরাজ হোসেন খান, ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় তেলিখালী কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে তেলিখালী কমিউনিটি ক্লিনিকে দুইজন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন, বৃক্ষরোপণ কর্মসূচি, জাতীয় শোক দিবস পালন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা, কফ পরীক্ষা করা সহ নিয়মিত এলাকার রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে গতকাল কালিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন খান তেলিখালী স্মার্ট কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষের কাছে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এজন্য তেলিখালী সিসির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা জানান। ক্লিনিকের সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ আরো জানায় উক্ত টাকা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তেলেখালি স্মার্ট কমিউনিটি ক্লিনিক এর জায়গায় প্রাচীর নির্মাণের কাজটি সম্পুর্ন হবে হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com