কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মাস্টার রফিকুল ইসলামের মা রাশিদা খাতুন স্টে্রাক জনিত কারণে ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ সোমবার যোহর নামাজ বাদ মরহুমার ওসিয়াত অনুযায়ী মহৎপুর সরকারি কবরস্থান ময়দানে জানাজা নামাজ শেষে ওখানে দাফন সম্পন্ন হবে। মাস্টার রফিকুল ইসলাম বন্ধন “৯৪”কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচের একজন সদালাপি এবং খুব সুলভ বন্ধু। তার মায়ের মৃত্যুতে উক্ত ব্যাজের সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করিয়াছে।