রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কালীগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাজস্ব অফিস গনপাঠাগারের সভাপতি ও উপজেলা সহকারী (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। তিনি বলেন শুধু পাঠ্য বইয়ে নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্কে অংশগ্রহনের জন্যে বেশি পড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিতর্ক বিষয় উচ্চশিক্ষা সামাজিক বন্ধনকে বিচ্ছিন্ন করেছে এ বিষয়ের পক্ষে কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী কানিজ ফাতেমা (মন্ত্রী) শেখ ইয়াসির আরাফাত (সংসদ উপনেতা) ও মালিহা মেহনাজ মুহি (প্রধানমন্ত্রী), বিরোধী দলের ভূমিকায় বিপক্ষে অবস্থান করেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী পূজা রানী সরকার, (হুইপ) আজমল হোসেন, (বিরোধীদলীয় উপনেতা) ও মারিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)। বিষয়ের বিপক্ষে বিরোধী দল কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। এবং সেরা বিতার্কীক নির্বাচিত হয় মারিয়া সুলতানা।(বিরোধী দলীয় নেতা) পরবর্তী বিতর্ক বিষয় সোশ্যাল মিডিয়া কিশোর অপরাধ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এর পক্ষে সংসদের বিল উপস্থাপন করেন, নলতা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সরকারি দল জান্নাতুল মারিয়া (মন্ত্রী,অবরার জাহিদ (সংসদ উপনেতা),এবং রুবাইয়া ইসলাম (প্রধানমন্ত্রী) বিলের বিপক্ষে বিরোধী দলের বক্তব্য স্থাপন করেন মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা (হুইপ) সুমা আক্তার।(বিরোধী দলীয় উপনেতা) এবং তোহফা মেহেজাবিন (বিরোধীদলীয় নেতা)। বিতর্কে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। সেরা বিতর্কিক নির্বাচিত হয় রুবায়েত ইসলাম । বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক (অবঃ) শ্যামাপদ দাশ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসী উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন কালিগঞ্জ গনপাঠাগারের সাধারণ সম্পাদক এড. জাফরুল্লাহ ইব্রাহিম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, সাংবাদিক, সূধী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অংশগ্রহণকারীদের কে কমিটির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com