শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালন উপলক্ষে র‌্যালী , মানববন্ধন ও আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানোর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের হলরুমে বিশিষ্ঠ সাহিত্যিক গাজি আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মিশন মহিলা সং¯’ার নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ, অধ্যাপক শ্যামাপদ দাশ সম্মিলিত সামাজিক আন্দোলনের কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ।অনুষ্টানে শিক্ষক,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সামাজিক ও সাংষ্কৃতিক কর্মি,সাংবাদিকবৃন্দ,ইমাম,পুরোহীত,স্কুল কলেজের শিক্ষক,এনজিও কর্মি ও সুিধজন উপ¯ি’ত ছিলেন। আলোচনা সভাশেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার ক্রেস্ট ও সনদ প্রদান করা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com