শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে আন্ত স্কুল ফুটবলে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলায় আন্ত স্কুল ফুটবল খেলায় ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে, খেলাটির টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ফুটবল দল ৪-২ গলে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে টাইব্রেকার হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই প্রথমবারের মত উপজেলা পর্যায়ে আন্ত ইস্কুল ফুটবল ফাইনালে খেলা করে রানার্সআপ হওয়ার পরে অর্জন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, শিক্ষক সৈয়দ মমিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ফুটবল দলের অধিনায়ক ও ক্রীড়া শিক্ষকদের হাতে ও রানার আপ উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল খেলোয়াড় ও ক্রিয়া শিক্ষককে ট্রফি প্রদান করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে হ্যান্ডবল সহ অন্যান্য ইভেন্টের খেলায় পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com