কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার মথুরেসপুর ইউনিয়নের দক্ষিণ শীতলপুর ঈদগাহ ময়দানে ৪৩ তম ইছালে সওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসর নামাজ হতে দক্ষিণ শীতলপুর ঈদগাহ, মাদ্রাসাও মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত ঈদগাহ ময়দানে হাম নাথ, নাতে রাসুলের মাধ্যমে মাহফিল শুরু হয়। দক্ষিণ শীতলপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ফুরফুরা শরীফের পীরে কামেল শাহ সুফী আলা হযরত মাওলানা মরহুম আবুল ফারাহ সিদ্দিকী আল কুরাইশী এর সুযোগ্য কনিষ্ঠ সাহাজাদা শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা তামিম উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী ফুরফুরা শরীফ ভারত। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম হেলালী আল আবেদী কুমিল্লা, খতিব রাজাপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ বুড়িচং কুমিল্লা। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শাহিনুর রহমান জালালী, সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ সাতক্ষীরা। গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে শত শত আলেমে দ্বীন ও ধর্মপ্রাণ মুসলিমদের সাথে নিয়ে দেশ ও জাতি তথা মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা তামিম উদ্দিন সিদ্দিকী।