কালিগঞ্জ ব্যুরো \ “মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে, গুণগত পরিবর্তনের লক্ষ্য কে সামনে রেখে, হাতপাখা প্রতীক নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ”এই ধারাবাহিকতায় দলকে সু—সংঘটিত করতে কালিগঞ্জে বুধবার দুপুর ১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি—বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর সাতক্ষীরা জেলা সভাপতি হযরত মাওঃ মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর জেলা সাধারণ সম্পাদক, মাওঃ মুবাশশীরুল ইসলাম (তকী)। কালিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ অয়েজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আব্দুল (হাই)। অনুষ্ঠানটি সার্বিক দায়িত্বে ছিলেন কালিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের নেতা হাবিবুল্লাহ। সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা সহ সিদ্ধান্ত কৃত হয়।