ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ থেকে ঃ কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সমর্থনে কর্মসূচি পালন করেছে জনকল্যাণ সংস্থা। গতকাল সকাল ১০টায় কালিগঞ্জ প্রেস ক্লাবে উক্ত অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন, একটি দেশ বা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু তার জীবিকা, জীবনযাত্রা ও সংস্কৃতির উপর প্রভাব রাখে। কিন্তু সম্প্রতি জলবায়ু পরিবর্তনে বেশ কিছু দেশে প্রাকৃতিক দূর্যোগসহ প্রকৃতির বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা গিয়েছে। এর ফলে জনজীবন ও বন্য পশু-পাখি ঝুঁকির মুখে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ গলতে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাতক্ষীরা জেলা জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে । অতি বৃষ্টি , অনাবৃষ্টির ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে যার কারণে কৃষি জমি ও মাছের ঘের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলশ্র“তিতে খাবার পানি সংকট দেখা দিয়েছে। এ সকল সমস্যা দূর করনের জন্য জনকল্যাণ সংস্থা ইতি মধ্যে ফ্রাইডে ফর ফিউচার এর সাথে একমত প্রকাশ করে টানা চার সপ্তাহ জলবায়ু সুবিচারের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করছে আগামীতে অব্যাহত রাখবে । যুবকদের জলবায়ু সম্পৃক্ত করার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করে কাজ করে যাচ্ছে । জলবায়ুর নায্য অধিকার আদায়ের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ মহিবুলাহ , শাহিনুর রহমান , নূর হোসেন নাহিদ, কায়ুম রহমান, মনিমালা গাইন প্রমুখ।