কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে জাতীয় ¯’ানীয় সরকার দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় প্রথমে একটি র্যালী বাহির হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে “স্মার্ট হবে স্থানীয় সরকার দিবস, নিশ্চিত করবে সেবার অধিকা”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রকৌশলী অফিসের কম্পিউটার অপারেটর জিএম গোলাম মোস্তফা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধ সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।